Pages

Banner 468

Sunday, January 6, 2013

ওদের মুখে হাসি ফুটাতে

0 comments
 

ওদের মুখে হাসি ফুটাতে

কখনো অনুভূতির জানালায় ডালিয়া ফুল ফোটে
ঝির ঝির হাওয়ায় স্পন্দিত হয়ে উঠে এক মুঠো সুখের স্পর্শ।
কখনও বা মানব সমুদ্রে ঘটে যাওয়া ঘৃণিত ধিক্কৃত চিত্রগুলো
মানস আকাশে কাল বৈশাখী ঝড় হয়ে ধ্বংসের তান্ডব লিলা
চালিয়ে লণ্ডভণ্ড করে দিয়ে যায় আমার পৃথিবী।
তখন মনে হয় কালের সুবিশাল আকাশে একটি ছোট্ট ধুলোর অণূ হয়ে
উড়তে থাকে অসহায়ের মতো এ চেতনা।
মানস সাগরে ভাবনাগুলো সিন্ধু তরঙ্গের অগণিত
ফেনার মতো নিয়ন্ত্রণহীন ভেসে উঠে আবার মিশে যায়
জলতরঙ্গের স্পন্দনে। ইচ্ছে হয়, সুখের উপকরণ যদি
সুবিশাল সিন্ধুর জলসম হতো, এগুলো দু’মুঠ ভরে
ওদের মুখে হাসি ফোটাতে বিলাতে পারতাম, যাদের মলিন বদন,
অথবা ছেড়া মলিন পোশাক, জির্নশীর্ণ দেহাবয়ব,
নিত্য দিনের জঠরজ্বালায় চোখের অসহায় দৃষ্টি যেন সমগ্র বিশ্বকে
জ্বালিয়ে দিতে চায়।
যাদের সাধারণ কোন স্বপ্ন নেই, আছে শুধু এক টুকরো রুটি
বা এক মুঠো সাদা ভাতের জন্য নিত্য দিনের অভাবের হাহাকার।!
রেটিং করুন:
Rating: 5.0/5 (1 vote cast)
Rating: 0 (from 0 votes)
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১০ টি মন্তব্য (লেখকের ৬টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৪-১২-২০১২ | ৭:২০ |
    Delete
    আনন্দ থেকে বিষাদময় হাহাকার।
    এই ই আমাদের জীবন সূর্যোদয় থেকে অন্তিম বেলায় জীবন সমীকরণ।
    শুভ সকাল প্রিয় বন্ধন ভাই। Clover
  2. কামাল উদ্দিন : ২৪-১২-২০১২ | ৯:১৮ |
    Delete
    এমন ভাবনা যদি আমাদের সবার থাকতো তাহলে দেশে এতো দারিদ্রের হাহাকার বিরাজ করতো না Rose
  3. ডা. দাউদ : ২৪-১২-২০১২ | ১২:৫৯ |
    Delete
    নিত্য দিনের জঠরজ্বালায় চোখের অসহায় দৃষ্টি যেন সমগ্র বিশ্বকে
    জ্বালিয়ে দিতে চায়।
    যাদের সাধারণ কোন স্বপ্ন নেই, আছে শুধু এক টুকরো রুটি
    বা এক মুঠো সাদা ভাতের জন্য নিত্য দিনের অভাবের হাহাকার।!
    আমাদের বিবেকবোধ জেগে উঠুক
    আবার আমারা মানুষ হই……………………
    শুভেচ্ছা নিন প্রিয় কবি
Readmore...